ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বেসরকারি স্বাস্থ্যখাতকে মুনাফাকেন্দ্রিক ব্যবসায় সীমাবদ্ধ না রেখে সেবামুখী করতে হবে। অর্থাৎ প্রাইভেট সেক্টরকে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসে রূপান্তর করতে হবে, বিজনেস ওরিয়েন্টেড সার্ভিসে নয়। এজন্য যথাযথ সেবা নিশ্চিত করতে হবে।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ-২০২৫’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. তাহের বলেন, ‘আমারও হাসপাতাল আছে। সেখানে সিজারিয়ানে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। যিনি অপারেশন করেন তিনি ছয়-সাত হাজার টাকা নেন। তিনি যখন চৌদ্দগ্রামে গিয়ে অপারেশন করেন তখন তিন হাজার টাকা নেন। আবার ঢাকায় ২৫-৩০ হাজার টাকা নেন। অথচ ডাক্তার একজনই। শুধুমাত্র স্থানভেদে ব্যয়ের এমন বৈষম্য।’
স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে ছয়-আট শতাংশ বাজেট প্রয়োজন। আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী বাজেট নির্ণয় করা হচ্ছে না। এটি প্রাথমিক ও প্রধান একটি ইস্যু, যা সমন্বয় করতে হবে। এ ছাড়া, বেসরকারি খাতকে অধিকতর গুরুত্ব দেওয়া দরকার। যারা যখন ক্ষমতায় থাকবেন, নীতি বাস্তবায়নে তাদের আরও সিরিয়াস হতে হবে। শুধু ঘোষণা নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে আমাদের।’