Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে কারাগারে তৌহিদ আফ্রিদি

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৬:২৪ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৭:২৯

রিমান্ড শেষে তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (৩০ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। তৌহিদ আফ্রিদি বেসরকারি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে। তিনিও বর্তমানে কারাগারে রয়েছেন।

এদিন আফ্রিদিকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মো. এরফান। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আফ্রিদিকে কারাগারে পাঠান বিচারক।

আবেদনে বলা হয়, তৌহিদ আফ্রিদির ব্যবহৃত মোবাইল, সিপিইউ ও আই ম্যাক জব্দ করা হয়েছে। যা আইটি ফরেনসিক বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া, উসকানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন তিনি। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন।

বিজ্ঞাপন

এর আগে, ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৫ আগস্ট যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ অগাস্ট যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে অংশ নেন আসাদুল হক বাবু। ওই দিন দিকে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। এ তালিকায় আফ্রিদি ও তার বাবার নামও রয়েছে।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

কারাগারে তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদি রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর