সিলেট: ঢাকায় বিজিবি-বিএসএফ শীর্ষ বৈঠকে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার সিদ্ধান্তের মাত্র দু’দিনের মাথায় সিলেটে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ডোনা সীমান্তের ১৩৩৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। তবে শনিবার (৩০ আগস্ট) বিকেলে রিপোর্ট লেখা পর্যন্ত ওই যু্বকের লাশ পড়ে আছে সীমান্তে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ’র গুলিতে নিহত যুবকের নাম আবদুর রহমান (৩৫)। তিনি কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মরহুম খলিল মিয়ার ছেলে। তার স্ত্রী ও একমাত্র ছেলে রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত আব্দুর রহমান মহিষ চড়াতে শুক্রবার বিকেলে ডোনা সীমান্ত এলাকায় যান। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপ র বিএসএফ লাশ সীমান্ত এলাকায় ফেলে রাখে।
স্থানীয় আটগ্রাম সীমান্ত বিজিবি ফাঁড়ির নায়েক সুবেদার ফারুক আহমদ জানান, নিহত আব্দুর রহমানের লাশ দুই দেশের সীমান্ত এলাকায় রয়েছে। কানাইঘাট থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যে লাশ উদ্ধার করা হবে।