এশিয়া কাপের আগে ঘরের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল। প্রথম ম্যাচে টসের লড়াইয়ে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ টি-২০ ম্যাচ থেকে এই একাদশে এসেছে ৫টি পরিবর্তন। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পেস আক্রমণ সামলাবেন তাসকিন, মোস্তাফিজ ও শরিফুল। স্পিনার হিসেবে থাকছেন শেখ মাহেদি ও রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশ- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডস একাদশ- ম্যাক্স ওদুদ, বিক্রমাজিত সিং, অনি তেজা, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোস, কাইল কেলিন, টিম প্রিঙ্গেল, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন, ড্যানিয়েল ডোরাম।