Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৯:৪৮

প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় আ. জব্বার (৭৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মাতসাঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ. জব্বার বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত সেকেন উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আ. জব্বার মাদরাসাঘাট এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘ঘাতক প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর