Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ২২:৪৬

রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা শাখার দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় জেলা উদীচী কার্যালয়ে এ সম্মেলন উদ্বোধন করা হয়।

সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাফিজুল ইসলাম বলেছেন, এত রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে, তা তো আমরা দেখছি না। সারাদেশের মানুষ জানমাল নিয়ে নিরাপত্তা বোধ করছে না। আতঙ্কে রয়েছে মানুষ।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে গাজীপুরে চাঁদাবাজ সন্ত্রাসীদের কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে সাংবাদিকের প্রাণ দিতে হলো। সারাদেশের মানুষ জানমাল নিয়ে নিরাপত্তবোধ করছে না। এটি তো কথা ছিল না। এত রক্তের বিনিময়ে যে পরিবর্তন হলো, এখন মানুষের কাছে প্রশ্ন কিসের পরিবর্তন হলো?’

বিজ্ঞাপন

হাফিজুল ইসলাম আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি ছিল, গত ১৪/১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন সংস্থার করা। আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, সেই পাচারকৃত টাকা ফেরত আনার জন্য ব্যবস্থা করা। এই অভ্যুত্থানে যে সকল ছাত্রসহ যাদের হত্যা করা হয়েছে, যে সকল মানুষকে নির্যাতন করা হয়েছে, যারা করেছে তাদের বিচারের ব্যবস্থা করা। আমাদের ইউনূস সাহেব অনেক সংস্কার করেছেন! সংস্কার হয় নাই আমরা বলবো না। তিনি সংস্কার করেছেন তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান। সেসব প্রতিষ্ঠানগুলো উন্নয়নের জন্য যা যা করার দরকার তিনি তাই সংস্কার করেছেন।’

তিনি আরও বলেন, ‘দেশের বিদ্যমান বৈষম্যমূলক কাঠামো ভেঙে দিয়ে শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি এবং গণমানুষের রাষ্ট্র গঠনে বাম বিকল্পই একমাত্র পথ। এজন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।’

‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’ স্লোগানকে সামনে রেখে জেলা সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উদীচী শিল্পী গোষ্ঠী কার্যালয়ের প্রাঙ্গনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর প্রথম অধিবেশনে সকল শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে শুরু হয় আলোচনা সভা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি আবুল কালাম, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য বাবন চক্রবর্তী, এস এম দাউদ খান, সদর উপজেলার কমরেড ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুলাহ আল মামুন রতন, সুকুমার সরকার, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদাৎ হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার সরকার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড সুশান্ত রায়, বাংলাদেশ জাসদ জেলা সভাপতি স্বপন কুমার দাস, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা কমিটর সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা প্রমুখ বক্তব্য দেন।

সারাবাংলা/এইচআই

কমিউনিস্ট পার্টি দশম সম্মেলন সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর