খুলনা: দীর্ঘ ৯ বছর ধরে নিখোঁজ থাকা সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনিকে ফিরে পেতে অপেক্ষায় আছেন তার বৃদ্ধ বাবা শেখ আব্দুর রাশেদ। ছেলের শোকে কাঁদতে কাঁদতে তার চোখের পানিও শুকিয়ে গেছে। জনিকে ফেরত পেতে ও গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে তিনি আদালতে অনেক ঘুরেছেন, কিন্তু কোনো ফল পাননি। তিনি জনিকে ফেরত পেতে সরকারের কাছে সাহায্য চেয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে খুলনায় মানববন্ধন ও র্যালির আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। খুলনা প্রেস ক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পিকচার প্যালেস মোড়ে গিয়ে শেষ হয়, যেখানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে- বিচার ও ক্ষতিপূরণ দাবি করে জনির বাবা বলেন, ২০১৬ সালের ৪ আগস্ট সাতক্ষীরা সদর থানার এসআই হিমেলের নেতৃত্বে পুলিশ জনিকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর থেকে দীর্ঘ ৯ বছর ধরে তার কোনো খোঁজ নেই। ছেলেকে হারিয়ে জনির মা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এই ঘটনার জন্য তৎকালীন ওসি এমদাদ হোসেন ও এসআই হিমেলসহ জড়িত সকল পুলিশ সদস্যের কঠোর শাস্তি দাবি করেন।
এ সময় বক্তারা বলেন, গুম মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন এবং রাষ্ট্রীয় নিপীড়নের একটি হাতিয়ার। একটি স্বাধীন দেশে গুমের বিরুদ্ধে এভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, জনগণকে সংগঠিত করতে হবে—এমনটা প্রত্যাশিত ছিল না। তারা গুমের শিকার ব্যক্তিদের পরিবার এবং গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন।
এছাড়া, যারা এখনো ফিরে আসেননি, তাদের ফিরে পেতে ‘অধিকার’ তাদের কর্মসূচি অব্যাহত রাখবে বলেও জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিকার খুলনার ফোকাল পার্সন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান। দিবসের বিবৃতি পাঠ করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী কেএম জিয়াউস সাদাত।