Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে বদলে গেল এশিয়া কাপের সময়সূচি

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৫ ১০:০৭

বদলে গেছে এশিয়া কাপের সূচি

এশিয়া কাপের সময়সূচি চূড়ান্ত হয়েছিল এই মাসের শুরুতেই। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র ৯ দিন আগে বদলে গেল ম্যাচ শুরুর সময়। ক্রিকবাজ বলছে, এশিয়া কাপের ম্যাচগুলো নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট এগিয়ে শুরু হবে।

কিন্তু হঠাৎ সূচিতে এই পরিবর্তন কেন? ক্রিকবাজ বলছে, সংযুক্ত আরব আমিরাতের তীব্র গরমের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেপ্টেম্বরে পুরো আরব আমিরাতজুড়েই থাকে তীব্র গরম।

প্রকাশিত সূচি অনুযায়ী, এশিয়া কাপের এবারের আসরের ১৯টি ম্যাচের ১৮টি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। শুধু ওমান-আরব আমিরাত ম্যাচটি হওয়ার কথা ছিল দুপুর ৩.৩০ মিনিটে।

বিজ্ঞাপন

গরমের কারণে প্রতিটি ম্যাচই শুরু হবে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পড়ে। সন্ধ্যার ম্যাচগুলো তাই মাঠে গড়াবে স্থানীয় সময় ৬.৩০ মিনিটে। ওমান-আরব আমিরাত ম্যাচটি হবে বিকেল ৪টায়।

আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান- হংকং ম্যাচ দিয়ে শুরু এশিয়া কাপের লড়াই। টুর্নামেন্টের ফাইনাল ২৮ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর