Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্ধবীকে গুমের হুমকি দিয়ে ফেঁসে গেলেন ব্রাজিলিয়ান ফুটবলার

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৫ ১২:৪৫

গুমের হুমকি দিয়ে বিপাকে লুইজ

নিজের সেরা সময়কে অনেক আগেই পেছনে ফেলে এসেছেন। ক্যারিয়ারের সায়াহ্নে এসে বড় বিতর্কের মুখে পড়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ। এক নারীকে গুমের হুমকি দিয়ে ফেঁসে গেছেন লুইজ।

এই মাসের শুরুতে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসিতে নাম লিখিয়েছেন লুইজ। এর আগে ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজায় ছিলেন ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার।

ওই নারীর অভিযোগ, ফোর্তালেজায় থাকতে লুইজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মনোমালিন্যের এক পর্যায়ে ইনস্টাগ্রামে ওই নারীকে গুমের হুমকি দেন লুইজ।

ব্রাজিলের সংবাদমাধ্যম জিওয়ান জানিয়েছে, অভিযোগ আনা সেই নারীর নাম ফ্রান্সিসকা ক্যারোলাইন বারবারোসা। তিনি একজন সমাজকর্মী, থাকেন সেয়ারা প্রদেশের সেনাদর পম্পেউ শহরে। তার একটি ছেলেও আছে।

বিজ্ঞাপন

একটি বার্তায় ব্রাজিলিয়ান ডিফেন্ডার লিখেছিলেন, ‘তুমি জানো আমার কাছে টাকা আর ক্ষমতা আছে। তাই চালাকি করার চেষ্টা কোরো না। এটা দুঃখজনক হবে যদি তোমার ছেলেকে তোমার কাজের পরিণতি ভোগ করতে হয়।আমি চাইলে তোমাকে সহজেই গায়েব করতে পারি। আমার লোক আছে, যে জানে এই মুহূর্তে তুমি কোথায় আছ। আর আমার কিছুই হবে না। তাই এগুলো মুছে দাও।’

লুইজের এমন হুমকির পর আদালতের দ্বারস্থ হয়েছেন বারবারোসা। আদালত নির্দেশ দিয়েছে, লুইজ যেন তার আশেপাশেও না যান। লুইজ তার সঙ্গে দেখা করার চেষ্টা করলেও পুলিশকে জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গুমের এমন হুমকির পর লুইজের ক্লাব পাফোস তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

সারাবাংলা/এফএম

গুম ডেভিড লুইজ ব্রাজিল

বিজ্ঞাপন

কুয়েট দিবস আজ
১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮

আরো

সম্পর্কিত খবর