Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎপাদন বাড়াতে নতুন মেশিন কিনবে ইভিন্স টেক্সটাইল

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৩:৩৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৫:৩৪

– (ছবি : সংগৃহীত)

ঢাকা: উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ‘ইভিন্স টেক্সটাইলস লিমিটেড’ ১৪ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ডেনিম ফেব্রিক উৎপাদনের নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (৩১ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে দুই ধরনের ব্র্যান্ড নিউ মূলধনী মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে- কন্টিনিউয়াস ডেনিম ডায়িং সাইজিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ ও হাইস্পিড ওয়ারপিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ। এসব মেশিন কিনতে ১২ লাখ ডলার ব্যয় হবে, স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ কোটি ৬২ লাখ টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে/আরএস

টেক্সটাইলস লিমিটেড নতুন মেশিনারিজ ক্রয় পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর