ঢাকা: বাজারে কোথাও পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দেন।
রিজওয়ানা হাসান বলেন, “এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। আর কোনো ছাড় নেই, পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, প্লাস্টিকের দূষণ থেকে রক্ষা পেতে পাটের ব্যবহার বাড়ানো জরুরি। তিনি আরও বলেন, “যারা প্লাস্টিক ব্যাগ উৎপাদন করতেন, তারা যদি পাটের ব্যাগ উৎপাদনের দিকে মনোযোগ দেন তবে এই খাতে দ্বিগুণ কর্মসংস্থান সৃষ্টি হবে। আমদানি নির্ভর প্লাস্টিক কমে গেলে অর্থনীতিও লাভবান হবে।”
প্রথম পর্যায়ে টিসিবির ৬০টি ডিলারের মাধ্যমে রাজধানীতে পাটের ব্যাগ বিতরণ শুরু হয়েছে। ভর্তুকি মূল্যে মান ও আকারভেদে ব্যাগের দাম নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ৮০ টাকা পর্যন্ত। শিগগিরই দেশজুড়ে এই কার্যক্রম বিস্তৃত করা হবে।
উৎপাদকরা জানান, সরকারি সহায়তা পেলে পাটপণ্যের বাজার যেমন বাড়বে, তেমনি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে।