পাবনা: পাবনার ঈশ্বরদীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ শারমিন আক্তার লিমা (২৫) ওই এলাকার আশিকুর রহমান শাওনের স্ত্রী।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকিউল আযম জানান, নিহতের শ্বশুরবাড়ির লোকজনের ভাষ্য অনুযায়ী, ওই গৃহবধূ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে নিহতের মরদেহ নিচে নামানো অবস্থায় পেয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, আট বছর আগে শাওনের সঙ্গে লিমার বিয়ে হয়েছিল। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই কারণেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার বাবার বাড়ির লোকজন আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। মৃত্যুর প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছি। এর সঙ্গে কারো সম্পৃক্ততা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।’