Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসই-তে সাড়ে ১২ মাসের মধ‍্যে সর্বোচ্চ লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৫:৫১

ঢাকা: আগের দিনের ন‍্যায় রোববারও (৩১ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনে আরও বড় উত্থান হয়েছে। এটি ডিএসই-তে গত সাড়ে ১২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৯৪ পয়েন্টে। যার পরিমাণ আগের দিন বেড়েছিল ৭৫ পয়েন্ট।

রোববার ডিএসই-তে ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ১১ আগস্ট আজকের থেকে বেশি লেনদেন হয়েছিল। এ হিসেবে বিগত সাড়ে ১২ মাসের মধ্যে আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০১ টি বা ৫০.৫০ শতাংশের। আর দর কমেছে ১৪১টি বা ৩৫.৪৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬টি বা ১৪.০৭ শতাংশের।

রোববার টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রীমের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ৩৬ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – রবি অজিয়াটার ৩২.৭০ কোটি টাকা, ব্র্যাক ব্যাংকের ২৭.৮৪ কোটি টাকা, সিটি ব্যাংকের ২৫.৮০ কোটি টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৩.২০ কোটি টাকা, সিনোবাংলার ২১.৯৯ কোটি টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২০.৬২ কোটি টাকা, অগ্নি সিস্টেমের ২০.২৯ কোটি টাকা, সোনালী পেপারের ১৯.৯২ কোটি টাকা ও খান ব্রাদার্সের ১৮.৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে সিএসই-তে রোববার ২৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫২টির, কমেছে ৭৪টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৫৯১ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ২৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৬৮ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/আরএস

ডিএসই-সিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৯

আরো

সম্পর্কিত খবর