তিতুমীর কলেজ নাট্যদলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ হলো যাঁতাকল নাটক। নাটকটি রচনা ও নির্দেশনা করেছেন নাট্যদলের সভাপতি ওলিউল্লাহ তুহিন।
আজ রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনে নাটকটির শুরু হয়। সমসাময়িক রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এ নাটক দর্শকদের গভীরভাবে আলোড়িত করে। এতে তুলে ধরা হয়, অধিকার আদায় বা সত্যের পথে দাঁড়ানো মানেই আজ নির্যাতন, গ্রেপ্তার কিংবা গায়েব হয়ে যাওয়ার ভয়ের সম্মুখীন হওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক উম্মে হাবিবাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
নাটকের নেপথ্য শিল্পীদের মধ্যে ছিলেন, পোশাক পরিকল্পনায় ফাতিমা দিবা, সংগীতে দুর্জয় কুমার সরকার, মঞ্চ পরিকল্পনায় জামিউর রহমান মাফি, রূপসজ্জায় শুভাশিস দত্ত তন্ময় এবং আলোক পরিকল্পনায় শাহরিয়ার রহমান।
অভিনয়ে ছিলেন ওলিউল্লাহ তুহিন, রুবাইয়াত মিমু, প্রান্ত, ফাতিমা দিবা, মাফি, সৈকত হাওলাদার, জয়, ইমাম, সোহাগ, উৎস, আবির, হৃদয় ও সুমন।
শিল্পচর্চার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে নিজেদের সক্রিয় ভূমিকা রাখছে তিতুমীর নাট্যদল, এই নাট্য আয়োজন তারই প্রমাণ। উপস্থিত দর্শক-শিক্ষক-শিক্ষার্থীরা নাটকের গল্প, নির্মাণ ও অভিনয়ে মুগ্ধ হন।
অতিথিরা উদ্বোধনী বক্তব্যে বলেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার।
এ প্রসঙ্গে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম বলেন, নাটক মানুষের জীবনের প্রতিফলন। সমাজের অসঙ্গতিগুলো নাটকের মাধ্যমে প্রকাশ পায় এবং তা থেকেই সংস্কারের পথ খুঁজে পাওয়া সম্ভব। আজকের নাটক আমাদের সবাইকে ভাবিয়েছে এবং আনন্দ দিয়েছে।
নাটকটি নিয়ে নাট্যদলের সভাপতি ওলিউল্লাহ তুহিন বলেন, ‘যাঁতাকল নাটকটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে রচিত। রাজনীতি আসলে জনসেবার ক্ষেত্র হলেও কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সেটিকে ভোগের বস্তুতে পরিণত করেছে। আমরা চাই, নাটকের মাধ্যমে দেওয়া বার্তাটি সমাজকে সচেতন করুক।’
তিতুমীর নাট্যদলের সাধারণ সম্পাদক রুবাইয়াত মিমু বলেন, ‘নাটকটি নিয়ে আমরা যেমনটা প্রত্যাশা করেছিলেন তার চেয়েও বেশি ইতিবাচক সাড়া পেয়েছি। সকলেই এই প্রদর্শনের প্রশংসা করেছেন। আমি মনে করি, এই নাটিকাটির মাধ্যমে তিতুমীর নাট্যদল বর্তমান সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অনেককে সচেতন করতে পেরেছে। আমরা আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চাই।’