Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি প্রতিষ্ঠানে বই ছাপার সুযোগ দিলে এনসিটিবি বন্ধের হুঁশিয়ারি এনসিপি’র

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৮:০৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৮:৩৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: বিদেশি প্রতিষ্ঠানের হাতে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং।

রোববার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ের সামনে এক মানববন্ধনে শ্রমিক উইংয়ের নেতারা বলেন, দেশীয়ভাবে স্বয়ংসম্পূর্ণ এই খাতকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে। এতে লাখো শ্রমিক বেকার হয়ে পড়বে।

মানববন্ধনে নেতাকর্মীরা ‘বিদেশি ছাপা চাই না’, ‘দুনিয়ার মজদুর এক হও লড়াই করো’, ‘বিদেশি কালো হাত ভেঙে দাও’সহ নানা স্লোগান দেন।

কেন্দ্রীয় নেতা হাসান অভিযোগ করেন, “দেশীয় খাতকে ধ্বংস করে বিদেশিদের হাতে তুলে দিতে চক্রান্ত চলছে। দেশের শ্রমিকদের বেকার করে দেওয়া যাবে না। দক্ষ জনবল থাকা সত্ত্বেও বিদেশি প্রতিষ্ঠানের কাছে কাজ হস্তান্তরের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

বিজ্ঞাপন

কেন্দ্রীয় সমন্বয়কারী মাজহারুল ইসলাম অভিযোগ করেন, “শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর আন্দোলনে নামতে হবে এবং এনসিটিবির সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।”

অন্যদিকে এনসিটিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের খবর সঠিক নয়। এ ধরনের তথ্য বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে সংস্থাটি।

তবে মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির সাম্প্রতিক বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার কিছু ধারা সংশোধন করে দরপত্রের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পথ খুলে গেছে। যদিও শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর