Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদুল্যাপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ঘ, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৮:২০ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৮:২৫

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। এতে সাংবাদিক, পথচারীসহ উভয়পক্ষে ২৫ জন আহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার বনগ্রাম ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে পকেট কমিটি করার পাঁয়তারার অভিযোগ এনে এক পক্ষ প্রতিবাদ করলে অপর পক্ষ ক্ষিপ্ত হয়। এর জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়।

জানা গেছে, বিএনপি নেতা ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ শুরু করলে ধাওয়া-পালটা ধাওয়ার ও হামলার ঘটনা ঘটে। এতে স্থানীয় সাংবাদিক, পথচারীসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও দলীয় কার্যালয়ে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আহতদের নাম-পরিচয় ও পদবী এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর