Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৮:১৭ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ২০:৪৭

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা।

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে জামায়াতের একটি প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করে। দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন—সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং ড. হামিদুর রহমান আযাদ।

এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, রোববার যমুনায় ধারাবাহিকভাবে তিনটি বৈঠক হবে। বিকেল সাড়ে ৪টায় জামায়াত, সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং রাত সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈঠক যমুনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর