Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চেয়ে সরকারকে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৯:০৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ২০:১৫

ঢাকা: পিআর পদ্ধতিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

রোববার (৩১ আগস্ট) আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

এতে বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে পিআর পদ্ধতিতে আয়োজনের জন্য অবিলম্বে সাংবিধানিক সংশোধনী আনতে হবে। একইসঙ্গে নতুন আইন প্রণয়ন করতে হবে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা ও বিধান জারি করতে হবে, যেন সময়মতো প্রস্তুতি নিতে পারে রাজনৈতিক সব দল। এছাড়া দলীয় তালিকা স্বচ্ছ রাখা, নারী ও সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারণ করা এবং কালো টাকার ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করেন এই আইনজীবী।

সারাবাংলা/আরএম/এসআর

আইনি নোটিশ জাতীয় সংসদ পিআর সংসদ নির্বাচন