Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীসহ ডিআইজি মোজাম্মেলের ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের অনুসন্ধান

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২০:০৭ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪১

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) গাজী মো. মোজাম্মেল হক – (ফাইল ছবি : সংগৃহীত )

ঢাকা: স্ত্রী ফারজানা মোজাম্মেলসহ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) গাজী মো. মোজাম্মেল হকের প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম। এরই মধ্যে এসব সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হয়েছে।

দুদক জানায়, নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে বৈধ সম্পদ ও আয়ের উৎস ব্যাখ্যা দিতে না পারলে মোজাম্মেল দম্পতির বিরুদ্ধে মামলা করা হবে।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, গাজী মো. মোজাম্মেল হক ১৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন। বর্তমানে তিনি অ্যান্টিটেররিজম ইউনিটে কর্মরত। দীর্ঘ কর্মজীবনে নিজের বৈধ আয়ের উৎস হিসেবে ১৫ কোটি ৮০ লাখ ১৮ হাজার ৩১৩ টাকা পাওয়া গেছে। অথচ অর্জিত সম্পদের পরিমাণ ২৭ কোটি ৪৯ লাখ ১২ হাজার ৩৮২ টাকা। অর্থাৎ তার নামে ১১ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া ফারজানা মোজাম্মেলের নামে মোট সম্পদ পাওয়া গেছে ৮ কোটি ৩১ লাখ ৩৩ হাজার টাকা। এর মধ্যে বৈধ আয়ের উৎস হিসেবে ৫ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকা শনাক্ত হয়েছে। ফলে তার নামে ২ কোটি ৮৫ লাখ টাকার অবৈধ সম্পদ প্রমাণিত হয়েছে।

এর আগে, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মোজাম্মেল, স্ত্রী ফারজানা ও মেয়ে গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন আদালত।

সারাবাংলা/আরএম/আরএস

১৪ কোটি টাকার অবৈধ সম্পদ ডিআইজি মোজাম্মেল দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর