Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২০:৪৮

প্রতীকী ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নদে ডুবে বিপ্লব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার রমনা ইউনিয়নের ভট্রপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ওই ইউনিয়নের সাতঘরি এলাকার ছমছেল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বিপ্লব ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। নদে জাল ফেলতে গিয়ে স্রোতের পানিতে তলিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজি করে এক ঘণ্টা পর ভাটি থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

চিলমারী নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর