Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন পেছানোর জন্যই নুরের ওপর হামলা: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২১:৩৭ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচন যথাসময়ে হবেই। তার দাবি, নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যেই গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলা চালানো হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলেছি— এ ধরনের গর্হিত ঘটনা রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করার অপচেষ্টা। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। তবে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এবং প্রধান উপদেষ্টারও তাতে সম্মতি নেই।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক তার নিজস্ব এখতিয়ার। সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং এতে গোটা দেশ আশ্বস্ত হয়েছে।’

সারাবাংলা/এফএন/পিটিএম

টপ নিউজ নুরের ওপর হামলা বৈঠক মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর