Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিএসের জট খুলতে বুয়েটের সঙ্গে পিএসসি’র চুক্তি

‎স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২১:৫২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৮

ঢাকা: ‎বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা ব্যবস্থাপনা পদ্ধতি অটোমেশনের লক্ষ্যে বুয়েটের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

‎রোববার (৩১ আগস্ট) বিকেলে কমিশনের কার্যালয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশনের (বিআরটিসি) সঙ্গে এ চুক্তি হয়।

‎এই চুক্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পক্ষে প্রকল্প পরিচালক নাসির উদ্দিন আহম্মেদ এবং বুয়েট এর পক্ষে প্রফেসর ড. মো. আব্দুল জলিল সই করেন।

‎‎চুক্তির ফলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আগামী ১৮ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ সফটওয়্যার সিস্টেম ডেভেলপ করবে। এই প্রকল্পের মাধ্যমে বিপিএসসিতে আবেদন প্রক্রিয়া নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

‎‎জানা গেছে, সফটওয়্যারটি একটি বিসিএস এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে ব্যবহৃত হবে।

‎‎ধাপসমূহ হচ্ছে- পত্রিকায় ও ওয়েবসাইটে বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ/প্রচারের পর আবেদনপত্র গ্রহণ, আবেদনপত্র বাছাই, আবেদনপত্র প্রক্রিয়াকরণ, পরীক্ষার ফি আদায়, প্রবেশ পত্র প্রদান, প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষার হল ও আসন ব্যবস্থাপনা, প্রশ্নকারক/মডারেটর ব্যবস্থাপনা, প্রশ্নপত্র প্রণয়ন, প্রশ্নপত্র মুদ্রণ ও OMR সিট কেন্দ্রে এবং হলে বিতরণ ব্যবস্থাপনা, ফলাফল প্রক্রিয়াকরণ, মৌখিক পরীক্ষার বোর্ড বণ্টন ও নম্বর প্রদান ব্যবস্থাপনা এবং চূড়ান্ত ফলাফল প্রক্রিয়াকরণ ইত্যাদি পুরো কাজটি সফটওয়্যার সলিউশন এর মাধ্যমে করা হবে। এতে করে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং পরীক্ষা কার্যক্রম গতিশীল ও ত্বরান্বিত হবে। প্রার্থীর সময়, খরচ ও ভিজিট (TCV) কমবে।

‎‎এই চুক্তি সইয়ের সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাননীয় চেয়ারম্যান, বিজ্ঞ সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের সচিব, সিস্টেম এনালিস্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎‎সারাবাংলা/এনএল/এসএস

‘মোবাইল কংগ্রেস বাংলাদেশ’ আয়োজনে চুক্তি স্বাক্ষর জট পিএসসি বিসিএস বুয়েট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর