Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদাপাথর লুট : কোম্পানীগঞ্জ থানার ওসি বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২২:০৯ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৭

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান

সিলেট: সিলেটে পাথর লুটপাটের ঘটনায় আলোচিত কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন রতন শেখ।

রোববর (৩১ আগস্ট) সিলেটের পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন ওসি রতন শেখ এর আগে শরীয়তপুরের শিবচর থানায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ ছিলেন। তিনি সিলেট জেলা পুলিশে কর্মরত আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সাদাপাথর লুটের ঘটনায় এর আগে পুলিশের ২২ সদস্যকে বদলি করা হয়। এর মধ্যে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত ১১ জন উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন।

বিজ্ঞাপন

একই ঘটনায় সিলেটের জেলা প্রশাসককে ওএসডি এবং কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়।

সম্প্রতি, দুদকের এক প্রতিবেদনে ওসি উজায়ের আল মাহমুদ আদনান ও সংশ্লিষ্ট থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে পাথর ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন নিয়ে সাদাপাথর লুটপাটে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।

সারাবাংলা/এসআর

ওসি বদলি কোম্পানীগঞ্জ সাদাপাথর লুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর