Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২২:৩১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৭

খুলনা: খুলনায় পীর খানজাহান আলী (র.) সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাংবাদিক বুলু খুলনা মহানগরীর শিববাড়ি এলাকার আকবর আলীর ছেলে। সাংবাদিকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুলু দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রির্পোটার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ঝালমুড়ি বিক্রেতা পুলিশকে জানায়, বুলুকে সেতুর ওপর থেকে লাফ দিতে তিনি দেখেছেন।

বিজ্ঞাপন

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রহিম জানান, মরদেহ নদীর ভেতরে ভাসমান অবস্থায় থাকায় নৌ পুলিশকে খবর দেওয়া হয়। পরে রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সন্ধ্যা ৭ টার দিকে মরদেহ উদ্ধার করেন। নিহতের পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তবে তার ডান হাত ও মুখমণ্ডল আঘাতে বিকৃত অবস্থায় পাওয়া যায়।

নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ১১ মে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র স্ত্রী এলিজা পারভীন লিজা নিখোঁজ হন। পৈত্রিক বাড়ি বিক্রি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ২৫ বছরের বৈবাহিক জীবনে তিনি ছিলেন নিঃসন্তান।

সারাবাংলা/এসএস

উদ্ধার খুলনা মরদেহ সাংবাদিক সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর