Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে হামলার প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ

তিতুমীর কলেজ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫ ২২:৫৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদল।

রোববার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে কলেজের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মহাখালী টিভি গেট প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজের প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, চবিতে রক্ত ঝরে, ইন্টারিম কি করে?, আমার ভাই আহত কেন, ইন্টারিম জবাব দে, তিতুমীরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি।

সমাবেশে কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন বলেন, ৫ আগস্ট স্বৈরশাসক হাসিনার পতনের পর দেশের মানুষ যখন একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছিল, তখনই স্বৈরাচারের দোসররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

বিজ্ঞাপন

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার যদি দ্রুত এই ঘটনার বিচার না করে এবং অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা না নেয়, তবে ছাত্রসমাজ-জনতা আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য হবে।

সারাবাংলা/এমআর/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর