ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (৩১ আগস্ট) রাত ৯ টায় রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহ সিবগার নেতৃত্বে বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’; ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’; ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’; ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।