Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, জবি ছাত্রদলের বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৮

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ। ছবি: সারাবাংলা

ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রোববার (৩১ আগস্ট) রাতে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা।

বিক্ষোভ থেকে নেতাকর্মীরা জানান, শিক্ষার্থীদের ওপর হামলা গণআন্দোলনকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ। তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট শক্তি দেশজুড়ে সক্রিয় হয়ে উঠতে চাইছে। যেকোনো স্থানে এ ধরনের কর্মকাণ্ড হলে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলবে।

বিক্ষোভ মিছিলে জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্যাসিস্টদের যেকোনো পদচারণা প্রতিহত করা হবে। যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’

বিজ্ঞাপন

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের ওপর হামলাও সেই চক্রান্তের অংশ। তবে এসব ঠেকাতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব। আমরা আশঙ্কা করছি, যেভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে, যেকোনো মুহূর্তে দেশের মধ্যে একটা বড় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে আওয়ামী দোসররা।’

মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো

সম্পর্কিত খবর