পাবনা: পাবনার ফরিদপুরে পানিতে ডুবে জিয়ারুল (৩) ও জামেনা (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার খাগরবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত জিয়ারুল খাগরবাড়িয়া এলাকার রজব মন্ডলের ছেলে ও জামেনা মাসুদুর রহমানের মেয়ে। তারা চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুরা খেলার সময় পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পাওয়ায় স্বজনরা পানিতে তল্লাশি শুরু করে তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।