ঢাকা: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ-২০২৫’-এ জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্যের সময় একজন চিকিৎসক ‘বাধা প্রদানের’ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
রোববার (৩১ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন।
এনডিএফ দপ্তর সম্পাদক ডা. একেএম জিয়াউল হক সই করা বিবৃতিতে বলা হয়েছে, ‘ শনিবার (৩০ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ-২০২৫’-এ জাতীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য উপস্থাপনকালে একজন চিকিৎসক অনাকাঙিক্ষতভাবে বাধা প্রদান করে বক্তব্যে বিঘ্ন ঘটান।’
বিবৃতিতে আরও বলা হয়, উক্ত চিকিৎসককে নিবৃত করতে সভায় উপস্থিত মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সাইদুর রহমান এগিয়ে আসেন। পরবর্তীতে ওই চিকিৎসকের আচরণে বিক্ষুব্ধ হয়ে তিনি সভাস্থল ত্যাগে উদ্যত হন। একজন চিকিৎসকের এ ধরনের অসৌজন্যমূলক আচরণে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন।’
এনডিএফ নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে চিকিৎসকগণ অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সাথে দেশের ১৮ কোটি মানুষকে নিরলসভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো তাদের অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করছেন। তবে কিছু নীতি নৈতিকতাবিহীন ওষুধ কোম্পানি অতিরিক্ত মুনাফা লাভের জন্য কিছু চিকিৎসককে কৌশলে প্রলুব্ধ করে থাকে।
নেতৃবৃন্দ বলেন, গুটি কয়েক নৈতিকতা বিবর্জিত চিকিৎসক কিংবা ওষুধ কোম্পানি বাংলাদেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থাকে প্রতিফলিত করে না। বরং অধিকাংশ চিকিৎসক মানবদরদী, তারা আন্তরিকভাবে রোগীদেরকে চিকিৎসাসেবা প্রদান করেন এবং সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করেন।
তারা বলেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন, চিকিৎসকদের অধিকার সংরক্ষণ এবং বাংলাদেশের আপামর জনসাধারণের স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে।