Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্ত আলোচনা
জকসু নির্বাচন ২০২৫: কবে চাই, কেমন চাই

জবি করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৪ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৪

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও নীতিমালা বাস্তবায়নের দাবিতে ‘জকসু নির্বাচন ২০২৫: কবে চাই, কেমন চাই’ শীর্ষক মুক্ত আলোচনার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে এ আয়োজন করেন তারা।

অনুষ্ঠানটি সংগঠনের শাখা সহ-সভাপতি খাদিজাতুল কুবরা সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ। জকসু নিয়ে মুক্ত এ আলোচনায় শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন।

জকসুর নির্বাচন নিয়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফয়সাল বলেন, ‘দ্রুততম সময়ে জকসু নির্বাচন চাই এবং একাডেমিক ক্যালেন্ডারে জকসু অন্তর্ভুক্ত করার দাবি জানাই।’

বিজ্ঞাপন

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আরেফিন সৌরভ বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় চলে জনগণের অর্থায়নে, তাই শিক্ষার্থীদের দায়বদ্ধতা দেশের সকল মানুষের প্রতি। সেই দায়িত্ব পালনের জন্য ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য।’

আদিবাসী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে ট্যালেন্ট চাকমা অভিযোগ করে বলেন, ‘ছাত্র সংসদের খসড়া নীতিমালায় আদিবাসী শিক্ষার্থীদের জন্য কোন পদ রাখা হয়নি। এটি অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী।”

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী অর্ঘ শ্রেষ্ঠ দাস বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার আদায়ে নির্বাচিত ছাত্র প্রতিনিধি দরকার। প্রশাসন গড়িমসি করলে আমাদের রাজপথে নামতে হবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, ‘অভ্যুত্থানের পর নতুন প্রশাসন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। কারণ নীতি-নির্ধারণী পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নেই। গণতান্ত্রিক ক্যাম্পাস গড়তে হলে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই।’

সমাপনী বক্তব্যে শাখা সহ-সভাপতি খাদিজাতুল কুবরা বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে এই বছরেই জকসু নির্বাচন প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসন ও সব শিক্ষার্থীর অধিকার আদায়ের একমাত্র কণ্ঠস্বর হতে পারে ছাত্র সংসদ। তবে নির্বাচিত প্রতিনিধিদেরও জবাবদিহিতার মধ্যে রাখতে হবে।’

সারাবাংলা/এএসএস/ইআ

জকসু নির্বাচন মুক্ত আলোচনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর