ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে ধ্বংস করার চেষ্টা বারবার হয়েছে, কিন্তু জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটি আবার ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন দলের নেতৃত্বে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি আন্দোলনের মাধ্যমে বিএনপিকে নতুনভাবে জাগিয়ে তুলেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি আজ তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
মির্জা ফখরুল বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনেন। গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন ও তত্ত্বাবধায়ক সরকারের বিধানও জিয়াউর রহমানের অবদান।
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি সংগ্রাম করছে। তারেক রহমানের নেতৃত্বে সেই সংগ্রামে জনগণ ও ছাত্রসমাজ একত্রিত হয়ে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতিবাচক ভূমিকা রাখছে। নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবকে বিএনপি স্বাগত জানিয়েছে। পাশাপাশি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন আনতে চায় দলটি।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।