ঢাকা: লন্ডনের শীতল বিকেল। শহরের মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে অতিথিদের নজর কাড়লেন বাংলাদেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী, খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। জানা যায়, একইদিনে দুটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারা।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় তারা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকারের ছেলের ওয়ালিমা (বিয়ে পরবর্তী ভোজ) অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে, দুপুরে এ দম্পতি যুক্তরাজ্য বিএনপির দফতর সম্পাদক মুজিবুর রহমানের ছেলের বিয়েতে অংশ নেন। দুটি অনুষ্ঠানেই তারেক রহমান ও তার স্ত্রীকে আগতদের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করতে দেখা গেছে।
রঙিন আভিজাত্যের আবহে দুজনের উপস্থিতি যেন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করল। গাঢ় বেগুনি ও হালকা গোলাপি রঙের শাড়িতে সেজেছিলেন ডা. জুবাইদা রহমান—অভিজাত ও রুচিশীল সাজসজ্জায় তিনি উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। পাশে ছিলেন তারেক রহমান, পরিপাটি কালো স্যুটে সজ্জিত। দুজনের হাস্যোজ্জ্বল মুখভঙ্গি ও স্নিগ্ধ আচার-আচরণ অনুষ্ঠানস্থলে এক ধরনের উষ্ণতা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন তারা। এসময় টেবিলে নানাবিধ খাবার পরিবেশিত হলেও মূল আকর্ষণ ছিল তাদের সহজ-সরল উপস্থিতি। তারেক রহমানের রাজনৈতিক পরিচিতি ও নেতৃত্বগুণ যেমন আলোচনার কেন্দ্রে থাকে, তেমনি ডা. জুবাইদা রহমানের পেশাগত সাফল্য ও ব্যক্তিত্বও সমানভাবে অনুপ্রেরণা জাগায়।
এই যুগলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার ঝড় বয়ে যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, কীভাবে মানুষজন তাদের প্রতি উচ্ছ্বাস ও আগ্রহ প্রকাশ করছেন। হাজারো লাইক, মন্তব্য ও শেয়ারে স্পষ্ট যে, দেশের বাইরে থেকেও তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের প্রতিটি পদক্ষেপ রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে আলোচিত হয়ে ওঠে।