ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে চারদিনের ছুটি ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে, প্রার্থীরা এই ছুটির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়। এর প্রেক্ষিতে ছুটি কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১ সেপ্টেম্বর) ডুয়া নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসু নির্বাচন কমিশনার ও প্রশাসনের একাধিক সদস্য।
তারা জানান, ডাকসু নির্বাচন উপলক্ষ্যে ঘোষিত ৭ তারিখের ছুটি বাতিল হচ্ছে। ওইদিন ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ৮-১০ তারিখ পর্যন্ত যথারীতি বহাল থাকবে।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনশী শামস উদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।