ঢাকা: সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করেছে প্রকৌশলী অধিকার আন্দোলন। তবে দাবি আদায়ে বিভাগীয় সমাবেশসহ অন্যান্য কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রকৌশলী অধিকার আন্দোলনের পরামর্শ কমিটির যুগ্ম আহ্বায়ক ও বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আলী আম্মার মুয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আলী আম্মার মুয়াজ বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে গতকাল রাতে আমরা ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করেছি। তবে আমাদের বিভাগীয় শহরে সমাবেশের যে কর্মসূচি আছে সেগুলো চলবে।
তিনি আরও বলেন, দাবি পর্যালোচনায় সরকার ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে, সে কমিটি আমাদের কাছে ১ মাসের সময় চেয়েছে। আমরা বলেছি আগামী ১৫ দিন আমরা কমিটির কাজ পর্যবেক্ষণ করব। যদি এসময়ের মধ্যে অগ্রগতি না দেখি তাহলে আমাদের কর্মসূচি আরও কঠোর হবে।