Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরুষদের চেয়েও নারী বিশ্বকাপের প্রাইজমানি বেশি!

স্পোর্টস ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৪

আসন্ন নারী বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির

আইসিসির ঘোষণায় প্রথমে চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। প্রাইজমানির অংকটা ভুল দেখছেন কিনা, সেটা নিয়েই হয়তো দ্বিধায় ভুগেছেন ক্রিকেট ভক্তরা। কিন্তু না, আইসিসির ঘোষণাটা একদম সত্যি। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। প্রাইজমানির অংকটা পুরুষদের বিশ্বকাপের চেয়েও বেশি!

২০২৩ সালে অনুষ্ঠিত পুরুষদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার বা ১২১ কোটি টাকা। আর এবারের নারী বিশ্বকাপে মোট প্রাইজমানি ১৩.৮৮ মিলিয়ন ডলার বা ১৬৮ কোটি ৩৭ লাখ টাকা।

২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ নারী বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ৩.৫ মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৪২ কোটি টাকা। আগের নারী বিশ্বকাপের চেয়ে এবার প্রাইজমানি বেড়েছে ৪ গুণ।

বিজ্ঞাপন

এবারের নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ পাবে অন্তত আড়াই লাখ মার্কিন ডলার বা ৩ কোটি টাকা।  অর্থাৎ বাংলাদেশ নিশ্চিতভাবেই ৩ কোটি টাকা পাচ্ছে এই বিশ্বকাপ থেকে।

৮ দলের বিশ্বকাপে ৭ম ও ৮ম স্থানে থাকা দল ২ লাখ ৮০ হাজার ডলার, ৫ম ও ষষ্ঠ স্থানে থাকা দল ৭ লাখ ডলার করে পাবে। গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য যোগ হবে আরও ৩৪ হাজার ৩১৪ ডলার করে। সেমিফাইনালে উঠে বাদ পড়া দলগুলো পাবে ১.১২ মিলিয়ন ডলার করে, যা আগেরবারের চেয়ে ২৭৩ শতাংশ বেড়েছে।

ফাইনালিস্টদের জন্য থাকছে টাকার ছড়াছড়ি। রানার্স আপ দল পাবে আগের আসরের চেয়ে ২৭৩ শতাংশ বেশি, যা ২.২৪ মিলিয়ন ডলার বা ২৭ কোটি টাকা। আর চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা ৫৪ কোটি টাকা। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১.৩২ মিলিয়ন ডলার, এবারের চ্যাম্পিয়ন দলের জন্য যা ২৩৯ শতাংশ বেশি।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ জানান, ‘এই ঘোষণা নারী ক্রিকেটের যাত্রায় এক মাইলফলক হয়ে থাকবে। প্রাইজমানির ৪ গুণ বৃদ্ধি নারী ক্রিকেটের যুগান্তকারী মুহূর্ত। নারী ক্রিকেটের দীর্ঘমেয়াদী উন্নতির জন্য আমাদের যে অঙ্গীকার, এটা তারই প্রতিফলন। আমাদের বার্তা খুব সহজ, নারীদের জানাতে হবে তারা যদি এই খেলাকে পেশা হিসেবে বেছে নেন তাহলে তাদের সাথে পুরুষদের সমান আচরণ করা হবে। আমরা নিশ্চিত, আমাদের এই পদক্ষেপ নারী ক্রিকেটের উন্নয়নকে তরান্বিত করবে।’

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে নারী ক্রিকেট বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপের এবারের ভেন্যু ভারত ও শ্রীলংকা।

সারাবাংলা/এফএম

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ প্রাইজমানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর