Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎মার্কিন দূতাবাসের সঙ্গে বৈঠকে সিইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৮ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮

ছবি: সারাবাংলা

ঢাকা: ‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তা চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি এ্যান জ্যাকবসনের বৈঠক চলছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কক্ষে এ্যান জ্যাকবসনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু হয়।

এ ছাড়া ইসি সচিব আখতার আহমেদ ভবনের নিচতলার প্রবেশপথে রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে অভ্যর্থনা জানান। তার নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল মার্কিন প্রতিনিধি দলকে উপরে সিইসির দফতেরে নিয়ে আসেন।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ২টায় বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে ছাত্র আন্দোলনের জন্য নিরাপত্তা জনিত কারণে বৈঠকটি বাতিল করা হয়েছিল।

বিজ্ঞাপন

‎গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি হবে মার্কিন দূতাবাসের সঙ্গে সিইসির দ্বিতীয় বৈঠক। বৈঠকে ভোটের সার্বিক প্রস্তুতির বিষয় আলোচনায় হতে পারে বলে জানা গেছে।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

ফোন ধরুন এলফের মতো!
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৮

সাতক্ষীরায় যুবকের মরদেহ উদ্ধার
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৪

আরো

সম্পর্কিত খবর