Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের মৃত্যুবার্ষিকী, কুষ্টিয়ায় দোয়া-মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১২

প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের ১৭তম মৃত্যুবার্ষিকী

কুষ্টিয়া: গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার খ্যাতিমান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া কোর্টপাড়া জামে মসজিদে আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিকের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কামরুল ইসলাম সিদ্দিক ১৯৪৫ সালের ২০ জানুয়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। পিতা প্রয়াত নূরুল ইসলাম সিদ্দিক ও রত্নগর্ভা মা বেগম হামিদা সিদ্দিকের দ্বিতীয় সন্তান ছিলেন তিনি।

প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়া কোর্টপাড়া জামে মসজিদে দোয়া-মাহফিল

মেধাবী কামরুল ইসলাম সিদ্দিক ১৯৬৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। ১৯৬৭ সালে কুষ্টিয়া জেলা পরিষদে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে জীবন গড়ার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে হাতে তুলে নেন অস্ত্র। নয় মাস মুক্তি সংগ্রামে বিজয়ের পর নতুন করে শুরু করেন দেশ গড়ার সংগ্রাম।

বিজ্ঞাপন

প্রকৌশলী মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকী এলজিইডি প্রতিষ্ঠার পাশাপাশি তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান হিসেবেও কর্মরত ছিলেন।

দোয়া মাহফিলে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পদাক অ্যাডভোকেট শামিউল হাসান অপু, আইসিসি কমিউনিকেশন লিমিটেডের কুষ্টিয়া রিজিওনাল অফিসের ম্যানেজার, সেলস্ অ্যান্ড মার্কেটিং মো. এরশাদ আলীসহ আরও অনেকে অপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

এলজিইডি প্রতিষ্ঠা কুষ্টিয়া প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৫

আরো

সম্পর্কিত খবর