Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৩

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।

এ বিষয়ে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিত আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে হাইকোর্টের আদেশটি স্থগিত করেন চেম্বার আদালত। এতে ডাকসু নির্বাচন নিয়ে আর কোনো বাধা রইল না।

বিজ্ঞাপন

এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে আদেশ দেন বিচারপতি মো. হাবিবুল গণি ও এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত জিএস পদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ জানিয়ে করা রিটের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। একইসঙ্গে রিটকারী বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক বিএম ফাহমিদা আলমকে ফরহাদের বিরুদ্ধে সব অভিযোগ আগামী ১৫ দিনের মধ্যে ডাকসু নির্বাচনি ট্রাইব্যুনালে জমা দিতে বলেছেন আদালত।

এর আগে, ৩১ আগস্ট ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলে জিএস পদে এসএম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ জানিয়ে রিট করেন ফাহমিদা। তার পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

রিট আবেদনে বলা হয়, ৫ আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এসএম ফরহাদ। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থিতা পান; এমন প্রশ্ন তুলে চ্যালেঞ্জ করা হয়।

এবারের ডাকসু নির্বাচনে ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলে’ তিনটি বাম সংগঠন লড়ছে। এই প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) সমন্বয়ে করা হয়েছে। আর ছাত্রশিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে এসএম ফরহাদ লড়ছেন।

সারাবাংলা/আরএম/এনজে

ডাকসু নির্বাচন বাধা স্থগিত হাইকোর্টের আদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর