ঢাকা: হাইকোর্ট কর্তৃক ৩০ অক্টোবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে রিট করলে এর প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ও ভিপি প্রার্থী আব্দুল কাদের ফেসবুকে লিখেছেন, ‘ডাকসু চাই আন্দোলন। সম্মিলিতভাবে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সাড়ে চারটায়, রাজু’তে চলে আসুন।’
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম লিখেছেন, ‘নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন হতে হবে।’
ছাত্র শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ লিখেছেন, ‘এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ৯ সেপ্টেম্বরই ডাকসু হতে হবে। যারা ডাকসু পেছানোর ষড়যন্ত্রে জড়িত, তাদেরকে শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে।’