Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা বহাল রাখার দাবি শিবিরের

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৭

শিবিরের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল রাখার দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান চবি শাখা ছাত্রশিবিরের নেতারা।

শিক্ষার্থীদের ওপর ‘স্থানীয়দের হামলা’ এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে ডাকা এ সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- প্রশাসনের তত্ত্বাবধানে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা, সব সন্ত্রাসীকে গ্রেফতার করা ও পুরো এলাকা অস্ত্রমুক্ত করা, ক্যাম্পাসের স্থায়ী নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখা।

বিজ্ঞাপন

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী তার বক্তব্যে হামলার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাটহাজারী পুলিশ প্রশাসন এবং দেশের নিরাপত্তা বাহিনীর নীরব ভূমিকার তীব্র নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বড় সু-খবর পেলেন রিশাদ
২২ অক্টোবর ২০২৫ ২১:৪৪

আরো

সম্পর্কিত খবর