Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের ফেরার অপেক্ষায় পুরো দেশ : চসিক মেয়র

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪২

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর বিপ্লব উদ্যানের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি মন্তব্য করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় এখন পুরো দেশ।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বিপ্লব উদ্যানের বেদীতে পুস্পস্তবক অর্পণের পর সমবেতদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এসময় নগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘১৯৭৮ সালের এই দিনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৮১ সালে বিপথগামী একদল সেনাসদস্যের হাতে তিনি নিহত হলে বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে তিনবার সরকার গঠন করে বিএনপি। ২০০৭ সালের জরুরি অবস্থার পর কঠিন রাজনেতিক সংকটের মুখোমুখি হয় বিএনপি। টানা দেড় দশক আওয়ামী লীগ দমন-পীড়ন চালায় বিএনপির ওপর। মিথ্যা মামলায় দুই বছর বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখে।’

বিজ্ঞাপন

‘কিন্তু গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনোই আপস করেনি। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথানত করেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় এখন পুরো দেশ।’

বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের আদর্শ রাজনৈতিক কর্মী হতে হবে। আগামী নির্বাচনে জনগনের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি। আগামীতে বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ।’

এসময় অন্যান্যের মধ্যে সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, নগর বিএনপি নেতা মোহাম্মদ আলী, ইয়াসিন চৌধুরী আসু, ডা. এস এম সারোয়ার আলম, নুরুল আকতার, জাকির হোসেন, সালাউদ্দীন কায়সার লাভু, মোহাম্মদ ইদ্রিস আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এসএস

অপেক্ষা চসিক তারেক রহমান দেশ ফেরা মেয়র

বিজ্ঞাপন

খামে মোড়ানো চিঠির অপেক্ষায়
১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৩

আরো

সম্পর্কিত খবর