Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিআর পদ্ধতিতে নির্বাচনে ‘দৃঢ়’ অবস্থানে জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ২০:১১

বৈঠকে উপস্থিত ছিলেন দলটির আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে আয়োজনের দাবিতে নিজেদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

সোমবার (১ সেপ্টম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ এক মাস হৃদরোগ চিকিৎসার কারণে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পর এদিনই প্রথম বৈঠকে সভাপতিত্ব করলেন তিনি।

বৈঠকে সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জামায়াত নেতারা বলেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫-কে আইনি ভিত্তি দিতে হবে এবং তার আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে।’

বিজ্ঞাপন

এ ছাড়া নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিতে জামায়াত দৃঢ় অবস্থানে আছে বলে বৈঠকে পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে অংশ নেওয়া নেতারা আরও বলেন, ‘জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হলে নির্বাচনি প্রক্রিয়ায় পরিবর্তন আনা এখন সময়ের দাবি।’

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর