Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের রাজনীতির আকাশে মেঘ ধরে আছে: শাহজাহান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩২

বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাজাহান

নোয়াখালী: বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাজাহান বলেছেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র চলছে, আর এই ষড়যন্ত্রের কারণে রাজনীতির আকাশে মেঘ ধরেছে। এই মেঘ কাটিয়ে উঠতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আকাশের মেঘ আকাশেই মিশিয়ে দিতে হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহান বলেন, এমপি বা মন্ত্রী বিএনপির কাছে বড় নয়, বিএনপির কাছে বড় হচ্ছে জিয়াউর রহমানের আদর্শ। বাংলাদেশে এমন কোন শক্তি নেই যেটি জিয়ার আদর্শকে ধ্বংস করতে পারে। বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গে আছে। তাই আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে নির্বাচিত করবে। বিএনপির জয়ের মাধ্যমে জনগণের আশা পূর্ণ হবে।

বিজ্ঞাপন

শাহজাহান বলেন, আমাদের নেতা তারেক রহমান অনেক শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসা করতে বিদেশে গিয়েছেন, এখন তিনি দেশে ফিরতে পারেননি। দেশবাসী আশা করছে জনগণের ভালোবাসায় দ্রুত দেশে ফিরে আসবেন তারেক রহমান।

জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, গোলাম হায়দার বিএসসি, কাজী মফিজুর রহমান, ফোরকান ই আলম, মামুনুর রশিদ মামুন, মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানসহ দলটির অঙ্গ সংগঠনের নেতারা।

সমাবেশ শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে টাউন হল মোড়ে এসে শেষ হয়।

সারাবাংলা/এসএস

আকাশ দেশ মেঘ রাজনীতি শাহজাহান

বিজ্ঞাপন

আজ কানাডা যাচ্ছেন সিইসি
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪২

আরো

সম্পর্কিত খবর