Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৯ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৫

ডাক্তার এ এইচ এম আমিরুল ইসলাম।

নাটোর: নাটোরে একটি বেসরকারি হাসপাতালের নিজ কক্ষ থেকে ডাক্তার এ এইচ এম আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাদরাসা মোড় এলাকার জনসেবা হাসপাতালে তার নিজ কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। তিনি জনসেবা হাসপাতালের স্বত্ত্বাধিকারী ও নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির সভাপতি।

নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে জেলা পুলিশ, ডিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর