Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন নির্বাচনে কমছে ভোট কক্ষের সংখ্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩২

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমছে ভোটকক্ষের সংখ্যা। ভোটকক্ষে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা ১০০ জন করে বাড়িয়ে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এ সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ সই করা এক সংশোধনী বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংশোধনীতে বলা হয়েছে, পূর্বের নিয়ম অনুযায়ী ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র এবং ৫০০ জন পুরুষ ভোটার ও ৪০০ জন মহিলা ভোটারের জন্য একটি কক্ষ নির্ধারণের বিধান ছিল। নতুন সংশোধনীতে তা পরিবর্তন করে বলা হয়েছে, সাধারণভাবে ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র এবং ৬০০ জন পুরুষ ভোটার ও ৫০০ জন মহিলা ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারণ করতে হবে।

বিজ্ঞাপন

এর আগে এক অনুষ্ঠানে নির্বাচনে ব্যয় কমানোর কথা জানিয়েছিলেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আগে পুরুষদের জন্য একটি বুথে ভোটার সংখ্যা ছিল ৫০০ এবং নারীদের জন্য ৪০০। এখন তা যথাক্রমে ৬০০ ও ৫০০ করা হয়েছে। এর ফলে প্রায় ৪৯ হাজার বুথ কমানো সম্ভব হয়েছে।

সেই সঙ্গে প্রায় দেড় লাখ নির্বাচন কর্মকর্তার প্রয়োজনও কমেছে। আর এই একটি সিদ্ধান্তের মাধ্যমেই অনেক বিশাল অংকের অর্থ সঞ্চয় হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর