Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ছুরি নিয়ে বাবার সঙ্গে ধস্তাধস্তিতে ছেলে নিহত, পৃথক স্থানে আরও ২ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৬

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে শ্রীনগরে ছুরি নিয়ে ধস্তাধস্তির ঘটনায় বাবার হাতে ছেলে আবদুল আহাদ (৩২) খুন হওয়ার অভিযোগে  আবুল হোসেনকে (৭০) আটক করেছে পুলিশ। এছাড়াও উপজেলার পৃথক স্থান থেকে অজ্ঞাত নারীসহ আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ষোলঘর জোড়পুকুর এলাকায় বাবার হাতে ছেলে খুন হওয়ার অভিযোগ উঠে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ছেলে আবদুল আহাদ বাবা আবুল হোসেনের কাছে ১৫ হাজার টাকা দাবি করে। নেশাগ্রস্ত ছেলেকে টাকা না দেওয়ায় সে ছুরি নিয়ে বাবার ওপর চড়াও হয়। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তির হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতে ছেলে আহাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

এদিকে, উপজেলার কোলাপাড়ায় বাবুলের বাড়ির পাশে একটি গাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় মামুন কাজী (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এছাড়াও উপজেলার হাসাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, ভোরে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, বাবার হাতে ছেলের খুনের ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। বাবাকে আটক করা হয়েছে। এছাড়া পৃথকস্থান থেকে উদ্ধার দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর