Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যাসহ ৫ মামলায় চিন্ময়ের জামিন কেন নয়— হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৬

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ফাইল ছবি: সারবাংলা

ঢাকা: হত্যা-রাষ্ট্রদ্রোহসহ পাঁচ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুলের ওপর আগামী অক্টোবরে শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চিম্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

পাঁচটি মামলা হলো- আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা, ২০২৪ সালের ২৬ নভেম্বরের ঘটনায় ভাঙচুর-হামলা এবং বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের করা তিনটি ও আলিফের ভাই খানে আলমের করা আরেকটি মামলা।

বিজ্ঞাপন

গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। সমাবেশের পর ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন নগরীর চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান।

পরবর্তীতে ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় ২৫ নভেম্বর তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন জামিন চাইলে নামঞ্জুর করে চিন্ময়কে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

এ নিয়ে ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই দিনই চিন্ময়কে কারাগারে নেওয়া হয়।

সারাবাংলা/আরএম/পিটিএম

চিন্ময় জামিন টপ নিউজ মামলা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর