Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৯ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ০০:২০

এমআই-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির সামরিক বাহিনী এই খবর নিশ্চিত করেছে। খবর এনডিটিভি।

এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণে ছিল। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় হেলিকপ্টারের দুই পাইলট, দুইজন ক্রু এবং একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার মারা গেছেন। এটি একটি এমআই-১৭ হেলিকপ্টার ছিল।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, একটি নতুন প্রস্তাবিত হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। গিলগিত-বালতিস্তানের দিয়ালায় একটি পাহাড়ি পর্যটন এলাকায় সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এর মাত্র কয়েক সপ্তাহ আগে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সরকারি এমআই-১৭ হেলিকপ্টার বন্যা ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় বিধ্বস্ত হয়েছিল, যাতে পাঁচজন ক্রু ও পাইলট নিহত হন।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে বেশ কয়েকটি মারাত্মক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২২ সালে দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে বন্যা ত্রাণ অভিযানের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে পাঁচজন সেনাসদস্য এবং সেনাবাহিনীর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছিলেন।

সারাবাংলা/এইচআই

এমআই-১৭ নিহত পাকিস্তান হেলিকপ্টার বিধ্বস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর