সিলেট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, তরুণদের কেবল রাজপথে রক্ত দেওয়ার ভূমিকায় সীমাবদ্ধ রাখা যাবে না। দেশের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে তাদের মতামতের যথাযথ মূল্যায়ন করতে হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে ‘গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের জাতীয় দাবিতে’ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গত এক বছরে তরুণদের নিয়ে নানা কটূক্তি হচ্ছে। বলা হচ্ছে, তারা বয়সে ছোট, দেশ চালাবে কীভাবে? অথচ তরুণদের দেশপ্রেম বেশি, তাদের মধ্যেই প্রশ্ন তোলার সাহস আছে। তাই তাদের মতামত উপেক্ষা করা আর চলবে না।”
ডা. তাসনিম জারা আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুণ ও নারীদের বাংলাদেশ। আমাদের মা-খালাদেরও বাংলাদেশ। সবার অধিকার রক্ষায় একটি নতুন সংবিধানের পথেই আমরা হাঁটছি। তবে এই সংগ্রাম দীর্ঘ, এবং আমরা এর জন্য প্রস্তুত।
চব্বিশের অভ্যুত্থানে নারীদের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে আসা নারীরা আজ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। নারীদের জন্য নিরাপদ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা রাষ্ট্রের দায়িত্ব, এজন্য সরকারের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনার আমলে সীমাহীন খুন, গুম ও নির্যাতন হয়েছে। তার সব নির্বাচনই ছিল অবৈধ। অবশেষে তরুণদের নেতৃত্বে জনগণ রক্ত দিয়ে হাসিনাকে হটিয়ে ইন্টারিম সরকারকে ক্ষমতায় এনেছে।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা এনসিপি সদস্য ও স্থানীয় বাসিন্দা সামসুজ্জামান হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপি’র উত্তরাঞ্চলীয় সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, যুগ্ম-সদস্যসচিব ও সিলেট বিভাগীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান তাসলিম, সিলেট মহানগর শাখার প্রধান সমন্বয়ক আবু সাদেক মোহাম্মদ খায়রুল চৌধুরী, জেলার যুগ্ম সমন্বয়কারী আবু সাইদ, জেলা সদস্য সুহেল আহমেদ মুসা, আয়েশা সিদ্দিকা প্রিয়া ও মো. গিয়াস উদ্দিন।
উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নারী ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।