Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক কমিটি বিলুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ০১:১৩ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ০১:১৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠনটির সর্বশেষ কমিটির নেতৃত্বে ছিলেন আহ্বায়ক প্রফেসর জেড এম জাহিদ হোসেন ও সদস্যসচিব কাদের গণি চৌধুরী।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য নিম্নবর্ণিত নেতাদের সমন্বয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে আহ্বায়ক করে সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আইনজীবী ফোরামের ব্যারিস্টার কায়সার কামাল, ইউট্যাবের প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, বিএফইউজের কাদের গণি চৌধুরী, এ্যাবের ইঞ্জি. শাহরিন ইসলাম তুহিন, ড্যাবের জহিরুল ইসলাম শাকিল, ঢাবি সাদা দলের প্রফেসর আবদুস সালাম, এইবির প্রফেসর মোস্তাফিজ, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জাকির হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম ও আমরা বিএনপি পরিবারের মোকসেদুল মোমেনিন মিথুন।

বিজ্ঞাপন

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য কৃষিবিদ মোকসেদুল মোমেনিন মিথুন এ কমিটির দাফতরিক দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/এসএস

আহ্বায়ক কমিটি পরিষদ পেশাজীবী বিএনপি বিলুপ্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর